জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিয়ে অযথা বিতর্ক না করাই শ্রেয়, কারণ এতে পরিবর্তনের সুযোগ রয়েছে। তিনি বলেন, সনদ বাস্তবায়ন ব্যর্থ হলে দেশ পিছিয়ে পড়বে।
শনিবার সকালে রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন,
“সনদ বাস্তবায়নে দেরি হলেও, জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।”
তিনি সব পক্ষকে এই ইস্যুতে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান।











