জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় প্রেস ব্রিফিং করলেন সাবেক সচিব ইহসানুল হক মঞ্জু

“ফ্যাসিবাদী সরকারের রোষানলেও আদর্শ থেকে এক চুল সরিনি”— একেএম ইহসানুল হক মঞ্জু

স্টাফ রিপোর্টার | জামালপুর | ১ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রেস ব্রিফিং করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু
শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এই প্রেস ব্রিফিং করেন। এ সময় আসনটি থেকে বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন মঞ্জু।

বিসিএসের ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মঞ্জু বলেন,
“আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। আমি দলের হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং আশা করি দল আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেবে।”

তিনি বলেন,
“ছাত্রজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। চাকরি জীবনে জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারীদের সংগঠিত করেছি। ফ্যাসিবাদী সরকারের আমলে আমাকে ওএসডি করা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, ২০১৪ সালে বরখাস্ত করা হয়েছে এবং আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। তবুও আমি আদর্শ থেকে এক চুলও সরিনি।”

সাবেক সচিব আরও বলেন,
“আজ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ৫ আগস্টের পর থেকে আমি আমার প্রিয় এলাকার মানুষের পাশে আছি। মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, নদীভাঙন প্রতিরোধসহ নানা বিষয়ে কাজ করছি। দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করছি।”

তিনি আশ্বাস দিয়ে বলেন,
“প্রশাসন ক্যাডারের একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা হিসেবে যেমন পরিচিতি ছিল, আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবেও সে ধারাবাহিকতা বজায় রাখব। আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও এলাকার উন্নয়নে কাজের ফলে মানুষ এখন আমাকে ভরসা করছে। মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে জনগণের আশা পূরণে কাজ করব। আগামী দিনের মেলান্দহ-মাদারগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান তালুকদার, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিষ্টার, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আশেকে ইলাহী জনি, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিশুক, এবং জাতীয় নাগরিক কমিটির জেলা সদস্য নুরনবী

Related Posts

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।…

Continue reading
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার |ময়মনসিংহঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে দায়িত্বশীলতার পরিপন্থী আচরণের ঘটনায় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা.ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলছে এভার কেয়ারে

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগত বিষয়: এস জয়শঙ্কর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসককে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব ও সমাবেশে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য-সাদিক কায়েম

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী-প্রেস সচিব

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

সিসিইউতে খালেদা জিয়া: দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ইমরান খানের সাক্ষাৎ বাধা:জেল সুপারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনার পর তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশালে বন্ধুর হাতে প্রবাসফেরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু