“ফ্যাসিবাদী সরকারের রোষানলেও আদর্শ থেকে এক চুল সরিনি”— একেএম ইহসানুল হক মঞ্জু
স্টাফ রিপোর্টার | জামালপুর | ১ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রেস ব্রিফিং করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এই প্রেস ব্রিফিং করেন। এ সময় আসনটি থেকে বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন মঞ্জু।
বিসিএসের ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মঞ্জু বলেন,
“আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। আমি দলের হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং আশা করি দল আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেবে।”
তিনি বলেন,
“ছাত্রজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। চাকরি জীবনে জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারীদের সংগঠিত করেছি। ফ্যাসিবাদী সরকারের আমলে আমাকে ওএসডি করা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, ২০১৪ সালে বরখাস্ত করা হয়েছে এবং আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। তবুও আমি আদর্শ থেকে এক চুলও সরিনি।”
সাবেক সচিব আরও বলেন,
“আজ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ৫ আগস্টের পর থেকে আমি আমার প্রিয় এলাকার মানুষের পাশে আছি। মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, নদীভাঙন প্রতিরোধসহ নানা বিষয়ে কাজ করছি। দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করছি।”
তিনি আশ্বাস দিয়ে বলেন,
“প্রশাসন ক্যাডারের একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা হিসেবে যেমন পরিচিতি ছিল, আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবেও সে ধারাবাহিকতা বজায় রাখব। আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও এলাকার উন্নয়নে কাজের ফলে মানুষ এখন আমাকে ভরসা করছে। মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে জনগণের আশা পূরণে কাজ করব। আগামী দিনের মেলান্দহ-মাদারগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান তালুকদার, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিষ্টার, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আশেকে ইলাহী জনি, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিশুক, এবং জাতীয় নাগরিক কমিটির জেলা সদস্য নুরনবী।










