চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল ভোটারদের উদ্দেশ্য করে বলেন,
“আমরা নির্বাচিত হলে শাসক হবো না, জনগণের খাদেম হবো। দলমতের ঊর্ধ্বে উঠে প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে চাই।”
বুলবুল সতর্ক করে বলেন, “এআই এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ও অপপ্রচারের চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এক, দুই, তিন আসনে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয় নিশ্চিত করবে।”
তিনি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ, শিক্ষিত ও আধুনিক নগরীতে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে:
- মেডিকেল কলেজ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, যাতে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে না হয়।
- স্থানীয় হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা।
- কৃষিভিত্তিক ইপিজেড তৈরি করে যুবক ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি।
- চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি ও আমের বিভিন্ন শিল্প প্রসারিত করা।
বুলবুল বলেন, “আমরা একটি দুর্নীতিমুক্ত, মানবিক এবং বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। তরুণ ও যুবকদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হবে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাঁপাইনবাবগঞ্জের সংসদ প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।










