ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ঃ নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণে নতুন বিধান যুক্ত করেছে। আদালতে’র রায়ে যদি কোনো প্রার্থীকে ফেরারি (পলাতক) ঘোষণা করা হয়, তবে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য বলে গণ্য হবেন।
ইসি জানায়, এ বিধানটি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ১২(১) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সংশোধনী’র গুরুত্বপূর্ণ দিকগুলো
- অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল; প্রার্থী বা সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জমা দিতে হবে।
- একক প্রার্থী থাকলে ‘না’ ভোটের ব্যবস্থা করা হবে।
- হলফনামায় দেশ-বিদেশের সব সম্পদের তথ্য দিতে হবে; মিথ্যা তথ্য দিলে নির্বাচিত সদস্যপদ বাতিল হবে।
- নির্বাচনি জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হবে।
- নির্বাচনি এজেন্ট অবশ্যই সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে।
- নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হবে।
প্রস্তাবিত এই সংশোধনীগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অধ্যাদেশ আকারে জারি হলে বিধানগুলো কার্যকর হবে।











